অনুপমা তোমাকে খুঁজিয়া ফিরেছি আমি
নীল গিরি হিমালয়
আসমুদ্র হিমাচল
তবুও পাইনি দেখা চোখের তারায়।
তোমাকে খুঁজিতে গিয়েছি আমি
টেকনাফ থেকে তেতুলিয়া
বাংলাবান্ধা আশুলিয়া
তবুও পাইনি দেখা ফিরিছি ব্যাথাতুর মনে।
তোমাকে খুঁজিতে গিয়েছি আমি রক্ত করবি হাতে,
থর সাহারা
নেমিব অ্যাটাকামা
তবুও পাইনি দেখা শুধুই প্রতিচ্ছবি।
তোমাকে খুঁজিতে গিয়েছি আমি স্মৃতি অম্লান
মমতাজ শাহজাহান
শিরি ফরহাদ
তবুও পাইনি দেখা ফিরেছি আমি আশাহত মনে।
অবশেষে দেখা হলো বিরহিনীর বেশে
মানস সরোবরে।