ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ঝিনাইদহ সীমান্তে ১২ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি)। মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তবর্তী লেবুতলা গ্রামের মাঠ থেকে শুক্রবার সকালে তাদের আটক করা হয় বলে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান।
আটককৃতরা হলো, ১। মোঃ সালাম (৪০), পিতা-মৃত আদম আলী, ২। রেহেনা বেগম (৩৯), স্বামী-মোঃ সালাম, ৩। মোছাঃ সালমা (১৬), পিতা- মোঃ সালাম, ৪। মোঃ সাইফুল (০৭), পিতা-মোঃ সালাম, ৫। মোঃ সাইদুর (০৪), পিতা-মোঃ সালাম, সকলের- গ্রাম-বাশবাড়ী, পোষ্ট- মোহাম্মদপুর, থানা-মোহাম্মদপুর, জেলা-ঢাকা, ৬। মোছাঃ জাকিয়া (২৬), স্বামী-মোঃ জাকির, ৭। মোঃ জাইদুল (০৬), পিতা-মোঃ জাকির, উভয়ের গ্রাম-বাইনখালী, পোষ্ট-পাড়েরহাট, থানা-পিরোজপুর, জেলা-পিরোজপুর, ৮। মোছাঃ লাইজু বেগম (২৫), স্বামী-মোঃ বিল্লাল হোসেন, পিতা-বরকত আলী, গ্রাম-খালপাড়া, পোষ্ট+থানা+জেলা- ঠাকুরগাঁও, ৯। মোঃ জাকির হোসেন (২২), পিতা- মোঃ রফিক, ১০। জাহানারা শেখ (৩২), স্বামী-মোঃ জাকির হোসেন, উভয়ের গ্রাম-শিকারপুর, পোষ্ট-লক্ষনপুর, থানা-শার্শা, জেলা-যশোর, ১১। করু রঞ্জন সরকার (৪৬), পিতা-মৃত বল হরি সরকার, গ্রাম-চন্দ্রখোলা, পোষ্ট-পাতিলঝাপ, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, এবং ১২। সঞ্জিত ভক্ত (৩১), পিতা-কৃষ্ণ ভক্ত, গ্রাম-কদমতলী, পোষ্ট-খাশেরহাট, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, একদল লোক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বলে গোপনে খবর পান তারা। এর ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি আরো জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।