মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের দায়ে ২ দালালসহ আটক-২২

লেখক: সেলিম রেজা, মহেশপুর
প্রকাশ: ২ years ago

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের দায়ে ২ দালালসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

সোমবার (২০ মে) ভোরে উপজেলার কানাইডাংঙ্গা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) তসলিম মো. তারেক জানান, বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা এবং তাতে সহায়তার অপরাধে তাদের আটক করা হয়েছে।

এর মধ্যে দালালসহ পুরুষ ৬জন, নারী ৬জন এবং শিশু আছে ১০ জন।

তিনি আরও জানান, আটককৃতদের বাড়ি নড়াইল, বাগরহাট, গোপালগঞ্জ, যশোর ও ঝিনাইদহে। তাদের ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

  • মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের দায়ে ২ দালালসহ আটক-২২