মহেশপুরে মেম্বারের ফোন নম্বরে যাচ্ছে বিধবা ভাতার টাকা

লেখক: ঝিনাইদহ( মহেশপুর) প্রতিনিধি
প্রকাশ: ৫ মাস আগে

ঝিনাইদহের মহেশপুরে এক বিধবা নারীর ভাতার টাকা ইউপি সদস্যের নাম্বারে আাসর অভিযোগ উঠেছে।

জানাযায়,উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মকরধ্বজপুর গ্রামের রমজান মোড়ালের মেয়ে বিধবা রিজিয়া বেগমের ভাতার টাকা আসছে ভৈরবা গ্রামের ইউপি সদস্য শাহজাহান আলির (০১৭২৫-৩১৬৪৬২) এই মুঠোফোন নাম্বারে।

এই বিষয়ে ইউপি সদস্য শাহজাহান আলির মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন,হ্যাঁ আমার নাম্বারে রিজিয়া বেগমের ভাতার টাকা আসে।যেদিন উনি উপজেলা সমাজসেবা অফিসে একাউন্ট নাম্বার দিতে গিয়েছিলেন সেদিন উনার বড় ছেলে আতাউর রহমান আমার ফোন নাম্বার দেওয়ার জন্য বলেছিলো।আমি টাকা আসা মাত্র ই রিজিয়া বেগমকে দিয়ে দেই।

এই বিষয়ে ভাতাভোগী রিজিয়া বেগমের ছেলে আতাউর রহমান এর (০১৭২৯-৭৬৭৮৪৫) নাম্বারে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন,আমরা ভাতার টাকা পাই,এই বিষয়ে মেম্বারের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই।

এই বিষয়ে জানতে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন,এই বিষয়ে আমি কিছুই জানি না।এমন কিছু হওয়ার কোন সুযোগ নেই। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • মহেশপুরে মেম্বারের ফোন নম্বরে যাচ্ছে বিধবা ভাতার টাকা