২ জুলাই পুলিশ সুপার ঝিনাইদহ ও অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মহোদয় এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মহেশপুর থানার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আসাদুর রহমান ও সংগীয় ফোর্স সহ মহেশপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ৮০(আশি) পিস ইয়াবা সহ ০১ জন আসামী ১। ফরিদুজ্জামান মিটু(৩৪), পিতা-মৃত মুরাদ আলী মন্ডল ,স্থায়ী: গ্রাম- বকশিপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর’দকে মহেশপুর মদনপুর গ্রামস্থ মদনপুর বটতলার মোড় হতে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন মামলা রুজু করা হয়।