ঝিনাইদহের মহেশপুরে ৪’শত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃস্প্রতিবার সকালে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১-২০২২- ২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া, উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা, স্বরূপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনসহ আরো অনেকে।