“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে খরিপ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ১ হাজার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার ৩ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী প্রমুখ।