মহেশপুরে স্বাস্থ্য বিভাগের অভিযানে ৩টি ক্লিনিক সিলগালা

লেখক: সেলিম রেজা, মহেশপুর, ঝিনাইদহ
প্রকাশ: ২ years ago

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় মহেশপুরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় ৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উপজেলার যাদবপুর বাজারে অবস্থিত স্বপ্ন ছোঁয়া প্রাইভেট হাসপাতাল, পদ্মপুকুর বাজারে নিউ মায়ের দোয়া ক্লিনিক ও মহেশপুর বাস স্ট্যান্ডে পদ্মা ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বলেন, মহেশপুর উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্স বিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর মকলেচুর রহমান উপস্থিত ছিলেন।

  • মহেশপুরে স্বাস্থ্য বিভাগের অভিযানে ৩টি ক্লিনিক সিলগালা