মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় দুই আরেহী নিহত

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ- বেপরোয়া গতিতে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা ওই দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (৪মে) সন্ধ্যার দিকে উপজেলার মদনপুর নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা টি ঘটে।

মহেশপুর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দূর্ঘটনায় চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিন শাহ (২২)এবং বাবর আলীর ছেলে সাগর (১৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। মহেশপুর উপজেলার মদনপুর নামক স্থানে মোটরসাইকেল (অ্যাপাচি আরটিআর) নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের (খুঁটির) সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।

এদিকে ঈদের দিন বর্ষণমুখর আবহাওয়ার কারণে উঠতি বয়সের যুবক-যুবতীরা ঘোরাঘুরি করতে না পারলেও ঈদের দ্বিতীয় দিন তারা বেপরোয়া হয়ে ওঠে। বেপরোয়া গতিতে মোটর বাইক চালিয়ে ও ডিজে ড্যান্স দিয়ে পিকআপ ভ্যান করে তারা শহর এবং গ্রাম দাপিয়ে বেড়ায়।

  • মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় দুই আরেহী নিহত