মহেশপুরে ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

লেখক: সেলিম রেজা, মহেশপুর, ঝিনাইদহ
প্রকাশ: ১ বছর আগে

‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরে ও ভূমিহীণ ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে স্বপ্নের নীড়। তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রায় ৫০০ বর্গফুটের এই বাড়িতে রয়েছে ২ টি শোবার ঘর, রান্না ঘর, টয়লেট ও বারান্দা। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে ও রঙিন টিনের ছাউনি দিয়ে নির্মিত বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, নলকূপ।নতুন ঘর ! ভাবতেই আনন্দে গাঁ কাঁটা দিয়ে ওঠে। ঘরবাড়িহীন পরিবারের স্বপ্ন এবার সত্যি হচ্ছে। তারা উপহার হিসেবে পাচ্ছেন নতুন ঘর। এ যেন এক নতুন স্বপ্ন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মহেশপুরে ১৪৬ টি পরিবারকে নতুন পাকা ঘর দেওয়া হবে। বরাদ্দপ্রাপ্তদের তালিকা ইতিমধ্যে শেষ হয়েছে।

২১ জুলাই আনুষ্ঠানিক ভাবে তৃতীয় ধাপে উপজেলার নেপা ও শ্যামকুড় ইউনিয়নের সুবিধাভোগী ১৫ টি পরিবারের সদস্যদের হাতে জমি সহ ঘরের চাবি হস্তান্তর কর হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তারই অংশ হিসেবে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল হক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া, নেপা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান সামসুল আলম মৃধা, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান জামিরুল হক,বীর মুক্তিযোদ্ধা,উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিকবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও ভূমিহীন ও গৃহহীন পরিবারসহ আরো অনেকে।

  • মহেশপুরে ভূমিহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর