মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা শফিকুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

লেখক: Shariful Islam
প্রকাশ: ১ বছর আগে

সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০নং নাটিমা ইউনিয়নের সস্তা গ্রামের, একাত্তরের রণাঙ্গনের সৈনিক এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট (আর্মি) বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন হয়েছে।

৭ই আগস্ট সস্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়।জানাযার নামাযের পূর্বে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল।উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, নাটিমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার,বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার জাহিদ শান্তিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

তিনি স্ত্রী,পুত্র,কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছাঁয়া নেমে এসেছে।

  • মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ