ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি,ক্রিড়া প্রেমী দর্শক-শ্রোতা বৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় উপজেলার ১২ টি ইউনিয়নের বাছাইকৃত ১২টি বালক দল এবং ১২টি বালিকা দল অংশগ্রহণ করে।উপজেলা নির্বাহি অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাবুব আজম ইকবাল ঝড়ু প্রমূখ।