মহেশপুরে দু’দিন ব্যাপি শিশু মেলার উদ্বোধন

লেখক: সেলিম রেজা, মহেশপুর
প্রকাশ: ২ years ago

ঝিনাইদহের মহেশপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের দু’দিন ব্যাপি শিশু মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৮ মে সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে দু’দিন ব্যাপি এই শিশু মেলার উদ্বোধন করেন,ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।

জেলা তথ্য অফিসার আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে দু’দিন ব্যাপি এই শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া, মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ

  • মহেশপুরে দু’দিন ব্যাপি শিশু মেলার উদ্বোধন