সেলিম রেজা, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে ৪’কেজি গাঁজাসহ আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া জানান, ৩০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মহেশপুর থানা পুলিশের একটি চৌকশদল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ আসামি আব্দুর রাজ্জাক কে আটক করেন।
আটককৃত আসামি আব্দুর রাজ্জাক পার্শ্ববর্তী যশোর জেলার চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
এসময় অপর সহযোগী আসামি পালিয়ে যায়।
এঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।