ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের ১কোটি ৬৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার ৩১মে সকালে উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম মৃধা এ বাজেট টি ঘোষনা করেন।
নেপা ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সামসুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, নেপা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাশেম মৃধা, যুগ্ন-সাধারন সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক আনিসুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইনামুল হক গাজী, আ’লীগ নেতা ইদ্রিস আলী, সফিউদ্দীন, মীর ওয়াদুদ দুলাল,এনামুল হক, নূরনবী, ইউপি সদস্য ওবায়দুল ইসলাম, ওলিয়ার রহমান, ইনামুল হক, জাকির হোসেন, রফিকুল ইসলাম, মাহাবুর রহমান, আব্দুল আলিম গাজী, মজিবর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য,সায়েরা খাতুন,হাজেরা খাতুন,মাজেদা খাতুন।ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম,সহ সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক চঞ্চল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ আহমেদসহ ইউনিয়ন আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।