গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ লেনের সিএনজি ও লোকাল বাস স্ট্যান্ডে পরিবহনে চাঁদাবাজির সময় হাতেনাতে এক চাঁদাবাজকে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (১২ জুন ২০২৩) বিকেল সাড়ে তিনটার দিকে মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ লেনে বাস-সিএনজি অটো থেকে চাঁদা তোলার সময় আটক করা হয়।
গ্রেপ্তারকৃত টিটু সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা তেরগুনা গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে। সে মাওনা চৌরাস্তা এলাকায় থেকে দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কংকন কুমার বিশ্বাস জানান, মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ লেনে বাস, সিএনজি থেকে চাঁদা তোলার সময় টিটু নামে এক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার সাথে থাকা সহযোগী অন্য একজন দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে টিটুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।