মহানগর তাঁতী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

নারায়ণগঞ্জ মহানগর তাতী লীগের উদ্যোগে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের স্বরনে আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

বুধবার (৩ আগষ্ট) বিকেলে কালিবাজারস্থ এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট হান্নান আহমেদ দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদা মালা, নারায়ণগঞ্জ জেলা তাতী লীগের সহ-সভাপতি মোসা. সুমি বেগম, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের আহ্বায়ক মো. লিটন আহমেদ। উক্ত আলোচনা সভায় সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের আহ্বায়ক মো. লিটন আহমেদ ৪০০ শত নেতাকর্মী নিয়ে যোগদান করেন।

  • মহানগর তাঁতী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত