মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লেখক: সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১ বছর আগে

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ে এস এস সি ৯৩ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই শুক্রবার বিকালে উপজেলার মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৩ ব্যাচের এর শিক্ষার্থীরা ঈদ পূর্ণমিলনীর আয়োজন করেন।

মহজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহজমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহজমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোহাম্মদ আলী,মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফিরোজ ভূঁইয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশাররফ মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শহিদুল্লাহ ভূইয়া, মোঃ শাজাহান মিয়া, মোঃ হাবিবউল্লাহ ভূঁইয়া, মোঃ মাজারুল ইসলাম।

৯৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচের শিক্ষার্থী সহ পরিবারের সদস্যগণ

পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনায় ছিলেন ৯৩ ব্যাচের শিক্ষার্থী মোঃ তাইজদ্দিন ভূঁইয়া, হাজী ফারুক ইসলাম মনু,মোঃ গানিউল হামিদ,মাসুদ কবির ভূঁইয়া সুমন,কাজী মোবারক, মোঃ আবুল হোসেন অপু, মোঃ হুমায়ুন কবির সহ ৯৩ ব্যাচের আরো শিক্ষার্থী।

এসময় ৯৩ ব্যাচের শিক্ষার্থী মোঃ তাইজদ্দিন ভূঁইয়া বলেন শিক্ষা জীবন শেষে কর্মজীবনে প্রবেশ করে ব্যস্ত হয়ে পড়েছি সবাই স্মৃতি বিজড়িত সেই ছোট বেলা আজ‌ও মনকে নাড়া দেয় তাই আজ এই ঈদ পুনর্মিলনীতে এক সাথে হতে পেরে আমরা সবাই আনন্দিত আমরা আগামীতে আবারও চেষ্টা করবো এই মিলন মেলার আয়োজন করতে।

৯৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক ও ৯৩ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

  • মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত