মনটা ফ্রেশ করি- কবি সেলিম মিয়া

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

আজ আমাদের ঈদের দিন, শুধুই হাসি খুশি।
অহংকার’কে পায়ে মাড়িয়ে মনটারে ফ্রেস করি।
ত্রিশ রোজা রাখতে পেরে শুকরিয়া আদায় করি।। (ঐ)

রাজা বাদশা গরীব ধনী এক কাতারে বসি।
নামাজ শেষে উঠে দাঁড়াই করি কুলাকুলি।
আজ আমাদের ঈদের দিন শুধুই হাসি খুশি।।

পুরাতন কে পিছে সরিয়ে নতুন পোশাক পরি।
মানবতার মান দন্ডে নতুন জীবন গড়ি।
আজ আমাদের ঈদের দিন, শুধুই হাসি খুশি।।

  • মনটা ফ্রেশ করি- কবি সেলিম মিয়া।