Exif_JPEG_420
নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ প্র্যাচর ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের চাষাাঢ়া শহিদ মিনার, ২নং রেলস্টেশন, কালির বাজার, লঞ্চ ঘাট, বাস টার্মিনাল সহ শহরের অলিতে গলিতে ভিক্ষুক সিন্ডিকেট।
ভিক্ষুক সিন্ডিকেটের কারণে শহিদ মিনার সহ শহরের অলি- গলি কোথাও দাড়িয়ে থাকার সুযোগ নেই ইসলাম ধর্মে আছে” রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করোনা ভিক্ষা মেহনত করে খাও” তবুও কি তারা শোনে কারো কথা।
এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একে এম শামীম ওসমান বিভিন্ন মঞ্চে উঠে বলেন নারায়ণগঞ্জ হলো দিত্বীয় জাপান, জাপান রাষ্ট্রের থেকে কোন অংশে কম নেই নারায়ণগঞ্জ আর সেই শহরে দুই মিনিট দাড়িয়ে থাকা কষ্টের মুখেই বুলি কাজের বেলায় ঠনঠনা ঠন।
মহানবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করিয়া খাও অথচ ভিক্ষাই তাদের মূল ব্যাবসা হিসাবে দাঁড়িয়েছে এমনই এক মহিলা ভিক্ষুক ফাতেমাকে প্রশ্ন করলে বলেন আমরা পেটের দায়ে ভিক্ষা করতে আইছি ঘরে জামাই নাই বাচ্চা লইয়া কই যামু কেউই তো আমাগো খাওন দেয়না, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েছেন এমন প্রশ্ন করলে বলে শহিদ মিনারে আইসা সবাই কয় হেগো অফিসে যাইতাম পরে অফিসে গেলে কারোই পাইনা এমপি মেয়রদের কাছে ঘুরতে ঘুরতে জীবন শেষ কিন্তু একটাকা তো দূরের কথা তাদের দেখাও পাইনা।
এক তরুণী ভিক্ষুক রত্না বলেন, আমার মা আছে বাবা নাই তাই পড়াশোনা করতে পারিনাই এখন ভিক্ষা করি, ভিক্ষা না করলে কে খাওয়াইবো আমাকে, এই শহরে ভিক্ষা না করলে কেউ খাওন দেয় না।
এই বিষয়ে জানতে চাইলে শহরের পথশিশু মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাইউল ইসলাম প্রধান বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই বাবা,ছাড়া কেউ আবার মা ছাড়া এরা একটু সহানুভূতি চায় ভালবাসার হাত বাড়িয়ে দিলে এরাই একদিন নারায়ণগঞ্জের মুখ অভিশাপ নয় উজ্জ্বল করবেন।
ভিক্ষুকের শহরে পরিণত নারায়ণগঞ্জ!