আমাদের সংগ্রাম ডেস্কঃ এক হাজার ২৬২ ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে ব্রিটেনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি নাজমা। ব্রিটেনের লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
বৃহস্পতিবার (৫মে) অনুষ্ঠিত নির্বাচনে ওয়েস্ট হ্যামস্টেড থেকে নির্বাচিত পুষ্টিবিদ নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবারপার্টির রাজনীতির সঙ্গে জড়িত।
তিনি লেবারপার্টির কিলবার্ন ও ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। রেজওয়ানা সিদ্দিক টিউলিপ এ এলাকার নির্বাচিত এমপি।