ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র তানজিম নিখোঁজ

লেখক: Shariful Islam
প্রকাশ: ১ বছর আগে

বন্দরে ব্রহ্মপুত্র নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তামজিদ হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে লাঙ্গলবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

তামজিদ হোসেন কাঁচপুর বিসিক এলাকার শাহীন মিয়ার ছেলে। সে সিনহা স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।

নিখোঁজের খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধান শুরু করেন।

জানাগেছে,নিখোজের কয়েকজন বন্ধু দুপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় তামজিদ হঠাৎ পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও নিখোজ তামজিদ হোসেনের কোন সন্ধান মিলেনি।

বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রাজ্জাক বলেন, বিসিক শিল্পনগরী এলাকার সিনহা স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর পাঁচ শিক্ষার্থী লাঙ্গলবন্দ ব্রিজের দক্ষিণ পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় তামজিদ নামের একজন নিখোঁজ হয়।

  • ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র তানজিম নিখোঁজ