বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামে পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিল ও ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, দৌলতপুর গ্রামে মৃত মুজিবর রহমানের ছেলে মো. বিল্লাল হোসেন (৩১), ইদ্রিস আলীর ছেলে মো. খাইরুল ইসলাম (২২) একই গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে মো. কুদ্দুস আলী (৩৬) ও সাদিপুর গ্রামের মৃত জলিল মুন্সির ছেলে মো. শহিদুজ্জামান (৫৪)।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।