বিএম ৯৪’ ব্যাচ বন্ধু মহলের উদ্যোগে ইফতার মাহফিল

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

আমাদের সংগ্রাম ডেস্কঃ বন্দরে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনায় ঐতিহ্যবাহী বিএম ৯৪’ ব্যাচ বন্ধু মহলের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্বল্পেরচকস্থ বিএম ৯৪ ব্যাচের প্রাক্তন মেধাবী ছাত্র সাইফুল ইসলাম মামুনের ৩য় তলা বিল্ডিংয়ে কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ইফতার মাহফিলে পঞ্চাষোর্ধ বন্ধুদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে মিলাদ মাহফিল, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতার শেষে সকল বন্ধুদের ভূড়িভোজ করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন বিএম ৯৪ ব্যাচের বন্ধু মোঃ আব্দুর রহমান।

  • বিএম ৯৪’ ব্যাচ বন্ধু মহলের উদ্যোগে ইফতার মাহফিল