বাল্যবিয়ে দিয়ে নিজের কন্যাকে শেষ করবেন না- এমপি চঞ্চল

লেখক: Shariful Islam
প্রকাশ: ১ বছর আগে

সেলিম রেজা, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল বলেছেন,নিজের কন্যাকে বাল্যবিয়ে দিয়ে শেষ করবেন না। বাড়ীর অভিভাবক আপনারা,আপনাদের সংসারে কিন্তু এখন আর কন্যা সন্তান বোঝা নয়। আপনাদের কন্যা সন্তানকে লেখাপড়ার খরচ,বই,উপবৃত্তি সব কিছুই আমাদের সরকার বহন করছে। তাই আপনারা আপনাদের সন্তানের সুন্দর ভবিষ্যাত নষ্ট করবেন না।

তিনি অভিভাবকদের উদেশ্যে আরো বলেন আপনারা আমপাদের কন্যাকে কোন ভাবেই মোবাইল ফোন ব্যবহার করতে দেবেন না। এমনকি তারা যেন কোন ভাবেই বিদ্যালয়ে আসার সময় ফোন ব্যবহার করতে না পারে সে জন্য শ্রেণী শিক্ষককে দেখভালের নিদের্শ দেন।

বুধবার  ১৭ আগস্ট দুপুরে ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নামাজের ঘর,হলরুমের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এসব কথা বলেন।

পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মীর সুলতানুজ্জামান লিটনের সভাপতিত্বে ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া, পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান প্রমুখ।

এর পুর্বে সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল বালিকা বিদ্যালয়ে নামাজের ঘর ও হলরুমের উদ্বোধন করেন।

  • বাল্যবিয়ে দিয়ে নিজের কন্যাকে শেষ করবেন না- এম পি চঞ্চল