বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবুর ২য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ জুলাই বিকালে এনামুল হক ভিকির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করেছে বন্দর থানা ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন। সঞ্চালনায় ছিলেন বন্দর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান।
এসময় বক্তব্য রাখেন মহানগর সেচ্ছাসেবক দলের নেতা ইব্রাহিম খলিল, বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহামেদ, বন্দর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু, বন্দর থানা যুবদলের সদস্য নাসিরুল্লা টিপু, বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- বন্দর থানা সেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক আমান, সজীব, সদস্য নান্টু, বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মাসুদ রানা, বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য, উজ্জ্বল, সাঈদ, বন্দর সেচ্ছাসেবক দল নেতা বাবু, শাহাদত হোসেন, সুজন, শ্রাবন খান শাওন, আলভী, তানভীর, বাপ্পী।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম রসি, বন্দর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিদয় খান, ২১নং ওায়ার্ড ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ২০নং ওয়ার্ড ছাত্রদল সহ-সভাপতি ফয়সাল, ২০নং ওয়ার্ড ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মাহফুজ এবং বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
শফিউল বারী বাবুর ২য় মৃত্যু বার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মুসা।