বাংলাদেশ পোল্ট্রি ট্রান্সপোর্ট এসোসিয়েশনের যাত্রা শুরু

লেখক: Shariful Islam
প্রকাশ: ১ বছর আগে

মাহফুজুর রহমান ইকবাল স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে গ্রিন ফরেস্ট রেস্টুরেন্টে ৮ই আগস্ট সোমবার বেলা ১২ টার দিকে আলোচনা সভার মাধ্যমে ৩৫জন সদস্য নিয়ে “বাংলাদেশ পোল্ট্রি ট্রান্সপোর্ট এসোসিয়েশন” নামে একটি সংগঠনের কার্যক্রম শুরু হয়।

এস এ টিভির সাংবাদিক আওলাত হোসেন রুবেলের সঞ্চালনায় লিমন ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ সুরুজ জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, অঞ্জন সাহা, এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান ইকবাল, হুমায়ুন কবির, আশরাফুল আলম সহ নতুন এ সংগঠনের সদস্যবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুরুজ মিয়া বলেন, দীর্ঘদিন যাবৎ পোল্ট্রি ও ট্রান্সপোর্ট ব্যবসা সাথে আমি জড়িত রয়েছি। দীর্ঘদিন যাবৎ আমার মনে একটি ইচ্ছা ছিল পোল্ট্রি ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের নিয়ে একটি সংগঠন করার এরই ধারাবাহিকতায় ৩৫ জন সদস্য নিয়ে আজ এ সংগঠনটির শুরু করেছি। নতুন এ সংগঠনের মঙ্গল কামনায় সকলের সহযোগিত কামনা করছি। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নতুন এই সংগঠনের সদস্যদের নাম ঘোষণা করেন।

পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

  • বাংলাদেশ পোল্ট্রি ট্রান্সপোর্ট এসোসিয়েশনের যাত্রা শুরু