বহুল আলোচিত পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন ১০ জুন 

লেখক: ইমদাদুল হক মিলন
প্রকাশ: ২ years ago

নারায়ণগঞ্জ জেলার বহুল আলোচিত পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন ১০জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  নির্বাচনে সর্ব মোট ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও প্রত্যাহার করেছে ১জন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন সুলতানা তিনি বলেন, আমাদের এই পিয়ার সাওার লতিফ উচ্চ বিদ্যালয় টি ১৯৯৪ সালে স্থাপিত হয় তার পর থেকে আমাদের স্কুলে কোন নির্বাচন হয়নি তবে জরীপ এর মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। প্রতি বার এই বার ঐ প্রথম নির্বাচন এর মাধ্যমে আগামী ১০জুন শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যানেজিং কমিটির নির্বাচন।
তবে আমি আসাবাদী এই নির্বাচন অবাধ সুষ্ঠ করার লক্ষে যা, যা করূনীয় আমি আমাদের ইউএনও কাছে বলেছি তিনি সব ব্যাবস্থা নিবেন। এই নির্বাচনকে নিয়ে গোটা এলাকাজুড়ে মিস্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ম্যানেজিং কমিটির নির্বাচনে যারা মনোনয়ন পত্র ক্রয় করে প্রতিক পেয়েছেন এর মধ্য অভিবাবক প্রতিনিধি ১০জন মহিলা , সহ দাতা সদস্য ২ জন, তারা হলো, আমির হোসেন, ইব্রাহিম হোসেন (টুটুল), ইন্জিনিয়ার আরিফ,  জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, রোমান মন্ডল, সাহিন মিয়া। মহিলা সদস্য হলো আকলিমা আক্তার, রাজিয়া আক্তার এবং দাতা সদস্য হলো মো: ফারিকুল ইসলাম (টগর) ও হাজী দেলোয়ার হোসেন প্রধান, সর্ব মোট ৫৫৪ জন ভোটার অভিভাবক তাদের ভোট প্ররূয়ক করবে আগামী ১০শে জুন।
  • বহুল আলোচিত পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন ১০ জুন