বন্যার্তদের পাশে দাঁড়ানোর শামীম ওসমানের আহ্বান 

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, চলতি মাসের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে এটা আমাদের নেএী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন। তিনি নিজের অর্থায়ানে এ দেশের মান অক্ষুন্ন রেখেছেন। তিনি বিশ্বের কাছে এটাই প্রমান করলেন বাংলাদেশ কারো পায়ের উপর ভর করে চলে না। বাংলাদেশ আত্মশক্তিতে বলীয়ান।

মঙ্গলবার (২১ জুন) নগরীর জিয়া হলের সামনে গাজী গ্রুপের অর্থায়ানে ও জেলা প্রশাসকের আয়োজনে পদ্ম সেতু ছাপানো ট্রি সার্ট বিতরণ কালে তিনি এসব কথা বলেন, পদ্ম সেতু আমাদের অর্জন,আমাদের গৌরব। এটা সমস্ত অপশক্তির বিরুদ্ধে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জয়লাভ।

শামীম ওসমান আরো বলেন, পদ্ম সেতুর উদ্বোধন আমরা আরো জাঁকজমকপূর্ণ ভাবে করতে পারতাম। কিন্তু সিলেট, সুনামগঞ্জ, নেএকোনাসহ বিভিন্ন স্থানর যে বন্যা ভয়াবহ পরিস্থিতি তা আমাদের মনের ভেতর একটা চাপা কষ্ট রয়েগেছে।

তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। আমরা যারা স্বচ্ছল তারা বন্যার্তদের পাশে যার যা আছে তাই নিয়ে দাঁড়াবো। কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। যদি দাড়াতে পারি তাহলেই আমাদের স্বার্থকতা।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দিন মনজু, নাজির কামরুল ইসলাম প্রমখ।

  • বন্যার্তদের পাশে দাঁড়ানোর শামীম ওসমানের আহ্বান