বন্যাদুর্গত ৩শ’ পরিবারের পাশে হিলফুল ফুযুল শান্তি’র সংগঠন

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
বন্যাদুর্গত ৩শ’ পরিবারের পাশে হিলফুল ফুযুল শান্তি’র সংগঠন

যুবলীগ নেতা খান মাসুদের সহযোগিতায় সিলেটে বন্যাদুর্গত ৩০০ পরিবারে মাঝে জরুরী খাদ্য সহায়তা নিয়ে সুনামগঞ্জ উত্তর সুরমা ইউনিয়ন হালুয়াঘাট এলাকার উদ্দেশ্যে রওয়ানা হলেন হিলফুল ফুযুল শান্তি সংঘ সংগঠন।
শুক্রবার (২৪ জুন) রাতে হিলফুল ফুযুল শান্তি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বন্দর খানবাড়ি মোড়স্থ এলাকা হতে এ খাদ্য সহায়তা নিয়ে রওয়ানা হয়।
এসময় উপস্থিত ছিলেন,হিলফুল ফুজুল শান্তি সংঘের আহব্বায়ক জহিরুল হাসান মুন্না, রাকিবুল ইসলাম, মাহাতাব, দেলোয়ার, বাদশা, লিটন, সোলাইমান।
জরুরী খাদ্য সহায়তায় প্রতি প্যাকেটে যা রয়েছে, চাল ৩ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি, তৈল আধা লিটার, ডাল আধা কেজি, লবন আধা কেজি, বিস্কেট প্যাকেট, দিয়াশলাই
  • বন্যাদুর্গত ৩শ’ পরিবারের পাশে হিলফুল ফুযুল শান্তি’র সংগঠন