স্টাফ রিপোর্টারঃ গতকাল ২ মে সোমবার রাতে বন্দর রুপালী আবাসিক এলাকা পানির ট্যাংকি গলিতে এক যুবককে বেধে রেখে মারধর করে প্রান নাশের হুমকি দেয় স্থানীয় সন্ত্রাসী আল আমিন গং।
অভিযোগে জানা যায় ঈদের আগের রাতে সোহেল নামাক এক হোসিয়ারী শ্রমিক চুল কাটাতে সেলুনে গেলে, ইমন নামে এক যুবক তাকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে এসে রুপালী আবাসিক এলাকায় পানির ট্যাংকি গলিতে বেধে রেখে ১ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপন দাবি করে, টাকা দিতে অপারগতা স্বীকার করলে। শরিরের বিভিন্ন স্থানে মারধর করে নীলা ফুলা যখম করে।
স্থানীয় সূত্রে জানা যায় আল আমিন নামক এক সন্ত্রাসী যুবক,দীর্ঘ দিনযাবত রুপালি আবাসিক এলাকায় চাঁদাবাজি, ইভটিজিং, চুরি ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড নির্বিকারে চালিয়ে যাচ্ছে।
অভিযোগে আরো বলেন, সন্ত্রাসী আল আমিনের নেতৃত্বে ৭/৮ জন সাঙ্গ পাঙ্গ নিয়ে আমার উপরে ঝাপিয়ে পরে তারা তাদের টর্চার সেলে নিয়ে আমাকে মুখ বেধে সারারাত বেধড়ক মারধর করে আমি কিছু বললেই আমাকে চাকু দেখিয়ে প্রান নাশের হুমকি দেয়।
এবিষয়ে ৩ মে বন্দর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আহমেদকে কল করলে মুঠোফোনে তিনি বলেন এ বিষয়টি আমি জানতাম না তবে খুবই দুঃখ জনক কোন সন্ত্রাসীই আমার লোক না এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যাবস্থা গ্রহণ করবো।
বন্দর রুপালীতে সোহেল নামে এক যুবককে মারধর