বন্দর প্রতিনিধি: বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে ২৯ এপ্রিল শুক্রবার বিকেলে এ কে এম শামসুজুহা বিদ্যালয়ে জাতীয় পার্টির সম্মেলন ও ইফতার পার্টির আয়োজন করা হয়।
উক্ত সম্মেলন ও ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মোঃআফজাল হোসেন।
বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃএরশাদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবসংহতির সভাপতি বাবু রিপন ভাওয়াল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাবুদ্দিন সাবা।
অনুষ্ঠানে বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়।বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হলেন শাহাবুদ্দিন সাবা,সাধারন সম্পাদক মোঃ এরশাদ।মোঃআফজাল হোসেন তার বক্তব্যে বলেন যে আমাদের প্রিয় নেতা আমার রাজনৈতিক জীবনে শিক্ষা গুরো নারায়ণগঞ্জ ৫ আসনের চার চার বারের মাননীয় সাংসদ সদস্য প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান সাহেবের আগামীকাল ৩০ এপ্রিল ৮ তম মৃত্যু বার্ষিকী আপনারা সবাই আমার প্রান প্রিয় নেতার জন্য দোয়া করবেন তার হাতে গড়া বন্দর ইউনিয়ন জাতীয় পার্টি তাই আপনাদের কাছে বলতে চাই প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ডে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন কে আমরা শক্তিশালী করার জন্য এক লক্ষে কাজ করছি আপনারা ও সবাই একত্রে কাজ করেন বন্দর উপজেলা জাতীয় পার্টি ও নারায়ণগঞ্জ জেলা মহানগর জাতীয় পার্টি সারা বাংলাদেশে সুনাম রাখতে পারে।আমি আপনাদের কাছে আবার দোয়া চাই নাসিম ওসমান কে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন এবং নারায়ণগঞ্জ ৫ আসনের মাননীয় সাংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান এর জন্য ও দোয়া করবেন। ওসমান পরিবারের সকলের জন্য দোয়া করবেন।