নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসিফ প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেছে।
রোববার (১৬ জুলাই) বন্দরে খানবাড়ির মোড়ে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর ১৯-২৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নাসিক ২৩নং ওয়ার্ডের টিএনটি অফিসের সামনে জড়ো হতে থাকে। পরে ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসিফ প্রধানের নেতৃত্বে খানবাড়িস্থ স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনস্থলে এসে যোগদেন। এ সময় শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে মিছিলে অংশ নেতা নেতাকর্মীরা।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পদপ্রার্থী পারভেজ বাবু, আল আমিন প্রধান, জুয়েল, শান্ত, মনির, রোমান, রফিকুল, ইমরান, রিয়াদ, জুয়েল প্রমূখ।