বন্দরে সন্ত্রাসী হামলায় পিতাপুত্র জখম

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ২ years ago
বন্দরে সন্ত্রাসী হামলায় পিতাপুত্র জখম

বন্দরে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিতা ও পুত্রকে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে।
সন্ত্রাসী হামলায় আহতরা হলো নাজিম উদ্দিন ওরফে ডিপটি (৫০) ও তার ছেলে ইফাত ওরফে নয়ন (২৫)।
স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ৪ জুন শনিবার সকাল ১১টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আহতের বড় ভাই হাজী আব্দুল মতিন মিয়া বাদী হয়ে ভ্থমিদৎসু জাহের আলিমসহ ৬ জনের নাম উল্লেখ্য করে ঘটনার ওই দিন দুপুরে বনন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত ইউসুফ আলী ওরফে মরন বেপারী ছেলে হাজী আব্দুল মতিন মিয়া ও তার ছোট ভাই নাজিম উদ্দিন ওরফে ডিপটি সাথে একই এলাকার মৃত রহমত আলী মিয়ার ভ্থমিদৎসু ৪ ছেলে আলিম মিয়া, জাহের আলী, মনির হোসেন গংদের সাথে দীর্ঘ দিন ধরে পৈত্রিক সম্পত্তী নিয়ে বিরোধ চলছিল।
উক্ত বিরোধের জের ধরে উল্লেখিত ভ্থমিদৎসু আলিম, জাহের, পিচ্ছি মনিরগং নিরিহ হাজী আব্দুল মতিন মিয়ার পৈত্রিক সম্পত্তী জোর পূর্বক দখল করার পায়তারা করে আসছে। এর ধারাহিকতায় ৪ জুন শনিবার বেলা ১১টায় নিরিহ হাজী আব্দুল মতিন মিয়া ও তার ছোট ভাই নাজিম উদ্দিন ওরফে ডিপটি তাদের পৈত্রিক সম্পত্তী আসলে ওই সময় উল্লেখিত ভূমিদৎসু ৩ ভাই ও তাদের বোন মাসুদা বেগমসহ ভ্থমিদৎসু আলিম মিয়া সন্ত্রাসী দুই ছেলে হাসান ও হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী মিলে পৈত্রিক সম্পত্তী ছেড়ে দিবে র্মমে নিরিহ হাজী আব্দুল মতিন ও নাজিম উদ্দিন ওরফে ডিপটি মিয়ার কাছে  ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় নিরিহ দুই ভাই তাদের পৈত্রিক সম্পত্তী ছেড়ে দেওয়া কথা বললে ওই সময় উল্লেখিত ভ্থমিদৎসুরা ক্ষিপ্ত হয়ে নাজিম উদ্দিন ওরফে ডিপটি ও তার ছেলে ইফাত ওরফে নয়নকে বেদম ভাবে কুপিয়ে নগদ ১৬ হাজার ৩’শ ৫০ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
  • বন্দরে সন্ত্রাসী হামলায় পিতাপুত্র জখম