নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের কর্মী সভা সফল করার লক্ষে জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল শনিবার ২০ আগস্ট বন্দর উপজেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শামীম ওসমান।
এ উপলক্ষে শুক্রবার ১৯ আগস্ট বাদ এশা বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজ কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহম্মেদ, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, আজিজুল হক আজিজ, রাজু আহমেদ, উজ্জ্বল মিয়া, সাদ্দাম, মোকলেছুর রহমান প্রমুখ।