নিজস্ব প্রতিবেদকঃ বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য আকিব হাসান রাজুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (১৫ মে) বিকেলে বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় নুরপুর সড়কে চিনারদী, নুরপুর ও মায়াপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধব অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলার প্রত্যাহার দাবীতে এলাকার শতশত লোক রাস্তায় মেনে প্রতিবাদ করে। এবং নারী কেলেঙ্কারী সহ বহু অভিযোগের হোতা আলমগীরকে আইনের আওতায় আনার দাবী জানান।
মানববন্ধবে উপস্থিত ছিলেন, চিনারদী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোহাম্মদ ফজল, সদস্য আব্দুল ফজল, সাখাওয়াত হোসেন বাবু, আব্দুল বাতেন, শাহ আলম, আঃ মুছা, মোঃ শারজাহান, হাফেজ শামিম আকরাম ও মোঃ মাসুদ সহ স্থানীয় শতশত অংশগ্রহণ করেন।