বন্দরে মেরাজ হত্যা মামলায় কাউন্সিলর শাহিনের জামিন নামমঞ্জুর

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

বন্দরে মেরাজ হত্যা মামলার এজাহারভূক্ত  আসামি কাউন্সিলর শাহিনের জামিন আবেদন না’মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই হত্যা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দেন উচ্চ আদালত। আজ জামিন শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মেরাজ হত্যা মামলার আসামি ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া হাইকোর্ট থেকে ৬ সপ্তাহ জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে রোববার নিম্ম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

উল্লেখকৃত, গত ৩ এপ্রিল বন্দর উপজেলার রূপালী এলাকায় মেরাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা নাসরিন বেগম বাদি হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়া, রাজু, পিংকী, বাবু মানিকসহ ১৪ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত ৫-৬ জনকে আসমি করে হত্যা মামলা করেন।

  • বন্দরে মেরাজ হত্যা মামলায় কাউন্সিলর শাহিন সহ দুই আসামির জামিন নামমঞ্জুর