আমাদের সংগ্রামঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার পশ্চিম হাজীপুর এলাকার হাজী মুসলিম মিয়ার প্রথম স্ত্রী ফরাজীকান্দা এলাকার আব্দুর রহমান ও তাসলিমা বেগমের মেয়ে সোনিয়া আক্তারের সাথে ইসলামি সরা শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
হাজী মুসলিম’র সংসারে কোন সন্তান না হওয়ায় দীর্ঘদিন সংসার করার পর গত ৫ এপ্রিল ২০ইং সোনিয়া আক্তার হাজী মুসলিমকে একতরফা ভাবে তালাক প্রদান করিয়া বগুড়া নিবাসী মো. মিলন (৩৫) নামের একজন ব্যাক্তিকে বিবাহ করেন ঘর সংসার করছে।
এমতাবস্থায় গত বছর ৪ জানুয়ারী সৌদি আরবে কর্মরত অবস্থায় হাজী মুসলিম শোকে কষ্টে মারা যান। এরই মাঝে মো. মিলন ও সোনিয়া আক্তার’র সংসারে সুমাইয়া নামের একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে, যাহার বয়স ১ বছর।
বর্তমানে সু-চতুর সোনিয়া আক্তার মৃত প্রথম স্বামীর জায়গা সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রভাবশালী মহলে দৌড়ঝাপ শুরু করছে। হাজী মুসলিম বর্তমানে জিবিত না থাকায় তাহার নিজের নামে জমিজমা খারিজ করার পায়তারা করে যাচ্ছে বলে সোনিয়া আক্তার।
বিষয়টি হাজী মুসলিম’র পরিবার ও আত্মীয় স্বজন অবগত হওয়ায় আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিচ্ছে।