বন্দরে বৃষ্টি উপেক্ষা করে ত্যাগী নেতা কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

আমাদের সংগ্রাম ডেস্ক: বন্দরে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে দলের দুর্দিনের ত্যাগী নেতা কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১০মে) সন্ধ্যায় বন্দর ইউনিয়ন তিনগাও সুতারপার এলাকাস্থ এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা’র সভাপতিত্বে নয়টি ওয়ার্ড নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মুলুক বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডঃ খোকন সাহা।
বন্দরে বৃষ্টি উপেক্ষা করে সফল কর্মী সভা আবারও প্রমাণিত হলো দলের প্রয়োজনে দলের দুঃসময়ে রাজপথের ত্যাগী নেতা কর্মীরা ঘরে বসে থাকতে পারেনা। সকল মান অভিমান ভুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় নারায়ণগঞ্জ গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান এর ডাকের অপেক্ষায় রয়েছে বন্দরের হাজারো নেতা কর্মী।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম. আরমান এর সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন, বন্দর থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ রাফিয়ান, বন্দর থানা আওয়ামীলীগ নেতা মোঃ শহিদুল হাসান মৃধা, ২৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন (আনু), যুবলীগ নেতা খান মাসুদ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলন,আওয়ামীলীগ নেতা মোঃ রাহাত, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহাবুব রহমান কমল,বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, আঙ্গুর, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ ডালিম হায়দার,  শেখ মমিন, মোঃ লিটন, খোকন, জামানসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ত্যাগী নেতা কর্মীবৃন্দ।
  • বন্দরে বৃষ্টি উপেক্ষা করে ত্যাগী নেতা কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত