বন্দর প্রতিনিধি: বন্দরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামানের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৭ এপ্রিল বাদ আছর নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন মাদ্রাসা ক্যাম্পাস প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নাহদাতুল উম্মাহ মাদ্রাসার উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নাসিক ২৪ নং ওর্য়াড কাউন্সিলর আফজাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা, নাসিক ২৩ নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউসার আশা, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজু আহমেদ সুজন।
নাহদাতুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোঃ হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা আঃ আজিজ, মুক্তিযোদ্ধা নূরুল আমিন, রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন নবীগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মোদারেস আলহাজ্ব হযরত মাওলানা মোঃ বদরুল আলম।