বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণী(২৩)কে একাধিকবার ধর্ষণ করেছে লম্পট সাঈদ হোসেন।

গত ১৮ জুন দুপুরে বন্দর থানায় ধর্ষিতা ওই তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে আসামী সাঈদকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃত সাঈদ বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নস্থ বুরুন্দি এলাকার তাওলাদ হোসেনের ছেলে।

ধর্ষিতা তরুনী এজাহারে উল্লেখ করেন,ওই তরুনী ময়মনসিংহ এলাকার গফরগাও থানার লক্ষনপুর এলাকার বাসিন্দা। চাকরির জন্য তিনি গাজীপুরে আসলে সহকর্মী সাঈদের সঙ্গে পরিচয় হয় এবং সেখান থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

পরে সাঈদ ওই তরুনীকে বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে দিনের পর দিন শারিরীক সম্পর্ক গড়ে তুলে। কিন্তু পরবর্তীতে তরুনী বিয়ের কথা বললে সাঈদ তাতে অস্বীকৃতি জানায়। অনেক আকুতি করার পরও তরুনীকে বিয়ে করতে রাজি হয়নি সাঈদ।

অতঃপর গত ১৮ জুন ভুক্তভোগী ওই তরুনী বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আসামী সাঈদকে গ্রেফতার করে কোর্টে প্রেরন করেন এবং ওই তরুনীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা শেষে ২২ ধারায় কোর্টে পাঠানো হয়।

এ ব্যাপারে ওসি দীপক সাহা জানান, ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। তরুণীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

  • ধর্ষক গ্রেফতার
  • বন্দরে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ