নিজস্ব প্রতিবেদকঃ বন্দরে অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্থ ও গরীব ৩২ জনের মাঝে ৩ লক্ষ ২০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১১মে) দুপুরে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে বন্দর সমাজসেবা কার্যালয়ে এই চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে এ সময়ে চেক বিতরণের উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা ফয়সাল কবির, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হোসেন প্রধান ও বন্দরের বিশিষ্টি ব্যবসায়ী চাঁন মিয়া।
বন্দর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. ফয়সাল কবির জানান, সমাজকল্যাণ মন্ত্রনালয়ে অধিনে সমাজসেবা অধিদপ্তর থেকে বাস্তাবায়িত এবং বন্দর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদান থেকে দুস্থ ও অসহায় রোগীদের মাঝে ১০ হাজার টাকা করে ৩২ জনকে এ অনুদানের চেক দেয়া হয়েছে। তারা কেউ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং ইলভেন সহ বিভিন্ন রোগে আক্রান্ত।