বন্দরে বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় কবির আটক

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

বন্দর ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বন্দরে দুপুরে ৫৮ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

গত ১২ এপ্রিল মঙ্গলবার রাতে ভুক্তভোগী বিধবা মহিলা বাদী হয়ে লম্পট কবির হোসেনকে আসামী করে বন্দর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

এর আগে গত ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ জনৈক দেলোয়ার হোসেনের ডিজেলের দোকানের পাশে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে।

ধর্ষনের ঘটনার পর থেকে বন্দর উপজেলার যুগিপাড়া এলাকার মৃত মতি মিয়ার লম্পট ছেলে কবির হোসেন(৩৩) পলাতক রয়েছে।

পুলিশ ধর্ষিতা বয়স্ক নারীকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য ১৩ এপ্রিল বুধবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

বন্দর থানার এসআই ফয়সাল আলম জানান, গত মঙ্গলবার সকালে বন্দরের লাঙ্গলবন্দ যোগীপাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে কবির হোসেন লাঙ্গলবন্দ ডাকবাংলো সংলগ্ন দেলোয়ার হোসেনের দোকানের পাশে নিয়ে এক বয়স্ক বিধবা নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এ ব্যাপারে ধর্ষণের শিকার বিধবা মামলা করেছেন। ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • বন্দরে বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় কবির আটক