বন্দরে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে মিছিল করবে যুবলীগ নেতা খান মাসুদ

লেখক: আমাদের সংগ্রাম ডেস্ক
প্রকাশ: ২ years ago

এবার সরকার বিরোধীদের বিরুদ্ধে মাঠে নামার ডাক দিয়েছেন খান মাসুদ
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথ সভা করবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।
শুক্রবার বিকেলে নাসিক ২২ নং ওর্য়াডের খান বাড়ি মোড় হতে যুবলীগের কারা নির্যাতিত নেতা খান মাসুদের নের্তৃত্বে মিছিলটি শুরু হয়ে বন্দর প্রেসক্লাবের সামনে সভা অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিল ও পথ সভা সফল করার লক্ষে বৃহস্পতিবার বিকেলে মহানগর আওয়ামীলীগের নেতা হুমায়ন কবির মৃধার অফিসে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। নাসিক ২৩ নং ওর্য়াডস্থ মৃধাবাড়িতে সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের নেতা হুমায়ন কবির মৃধা, মহানগর যুবলীগ নেতা খান মাসুদ, বন্দর থানা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক মাসুম আহম্মেদ, ডালিম হায়দার, যুবলীগ নেতা রমজান মিয়া, দেলোয়ার হোসেন, জুয়েল মিয়া প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও পথ সভায় মহানগর আওয়ামীলীগের, বন্দর উপজেলা ও থানা এলাকার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ শামীম ওসমান যে সময় নিজেকে একটি চুপ রেখেছে, ঠিক সে সময়ে বিএনপি – জামায়াত মাথা নাড়া দিয়ে উঠছে। যে নারায়নগঞ্জের মাঠিতে আওয়ামীলীগের সূচনা, সেখানে বিএনপি – জামায়াত ইসলামীর কোন অস্তিত্ব থাকবে না বলে প্রস্তুতি মূলক সভায় হুমায়ন কবির মৃধা বলেন।
  • বন্দরে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে মিছিল করবে যুবলীগ নেতা খান মাসুদ