বন্দরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৫ মাস আগে

বন্দরে মোবাইল ফোন মেরামত করতে গিয়ে মানসিক প্রতিবন্ধী এক কিশোরী(১৬)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে লম্পট শাওনের বিরুদ্ধে।

 

গত ৯ জুলাই রাতে বন্দর থানাধীন নবীগঞ্জ কদমরসুল মাজারের আশ-পাশের একটি নির্জন জায়গায় এ ঘটনাটি ঘটে।

 

ধর্ষণের শিকার ওই কিশোরী নারায়ণগঞ্জ পাঠানটুলী এলাকার জামাল মিয়া(ছদ্মনাম)’র মেয়ে।

 

এ ব্যাপারে ভুক্তভোগী’র মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় একটি মামলা রুজু করেন। যার নং-১০(৭)২৩ইং।

 

এজাহার সুত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক। তিনি গত ৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ পাঠানটুলী এলাকার একটি বাজারে মোবাইল সার্ভিসিং এর দোকানে ফোন মেরামত করতে যান। তখন সেখানে ওঁৎ পেতে থাকা একই এলাকার সালাউদ্দিন মিয়ার লম্পট ছেলে শাওন(২২) তাকে সার্ভিসিং এর কাজে সহয়তা করবে বলে পিছু নেয়। পরবর্তীতে তাকে ফুঁসলিয়ে সরলতার সুযোগে ৮জুলাই রাত ১২টার সময় নবীগঞ্জ কদমরসুল দরগাহ এর সামনে অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে একইদিন দিবাগত রাতে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

 

পুলিশ জানায়, এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

  • বন্দরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ