নারায়ণগঞ্জের বন্দরে অটোরিক্সা চালানোর অন্তরালে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছিল লেজারার্স এলাকার বিল্লাল হোসেন রনি। তিনি বন্দর সহ সারাদেশে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি, র্যাবের মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করে বিল্লাল হোসেন রনিকে।
জানা গেছে, বন্দরে লেজারার্স এলাকার মতিয়ার রহমানের ছেলে মোঃ বিল্লাল হোসেন রনি। তিনি পেশায় একজন অটোরিক্সা চালক। তিনি অটোরিক্সার অন্তরালে তাঁর ব্যবসা ছিল মাদকের।
গত ১৩ জুন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে র্যাব-১১। গ্রেফতার হওয়ার বেড়িয়ে আসে তাঁর মাদক ব্যবসার চাঞ্চল্যকর তথ্য। তিনি শুধু বন্দর নয় দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করত।