বন্দরে পূর্বশত্রুতার জের ধরে ৩ বন্ধুকে কুপিয়ে জখম,আশংকাজনক অবস্থা মনির

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

বন্দর প্রতিনিধিঃ বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ বন্ধু জখম হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলো মনির হোসেন (১৭) আব্দুর রহমান (২০) ও আরাফাত (১৬)।

আহতদের মধ্যে আব্দুর রহমান ঢামেক ও আরাফাত নারায়ণগঞ্জে জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মনির মারাত্মক ভাবে জখম হয়ে ঢামেক হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

গত বুধবার (৪ মে) রাত সাড়ে ৮টায় বন্দর কবরস্থান রোড এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহতের ভাই রমজান মিয়া বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটুয়ারীসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতের পরিবাররা জানায়, বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর চক এলাকার বসু কাজী ছেলে মনির হোসেনের সাথে একই এলাকার আবুল মিয়ার ছেলে সাব্বিরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল।

এ ঘটনার জের ধরে গত ৪ মে বুধবার রাতে প্রতিপক্ষ সন্ত্রাসী সাব্বির ও বন্দর আমিন আবাসিক এলাকার মিজান মিয়ার ছেলে আকাশসহ অজ্ঞাত নামা ৩/৪ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে মনির হোসেনের উপর অর্তকিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা মনিরকে হত্যার উদ্দেশ্যে এলাপাথারী ভাবে কুপিয়ে আহত করার সময় তাকে বাঁচাতে তার দুই বন্ধু আব্দুর রহমান ও আরাফাত এগিয়ে আসলে ওই সময় উল্লেখিত হামলাকারিরা তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মনির হোসেন ও আব্দুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজে ও অপর আহত আরাফাতকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করি। আহতদের মধ্যে মনির অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

  • আশংকাজনক অবস্থা মনির
  • বন্দরে পূর্বশত্রুতার জের ধরে ৩ বন্ধুকে কুপিয়ে জখম