বন্দরে পুলিশের ধাওয়া ডোবায় ঝাঁপ,চারদিন পর নিখোঁজ বাবু’র লাশ উদ্ধার, আটক-২, এসআই প্রত্যাহার

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

আমাদের সংগ্রাম ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দরে নারীর অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে ডোবায় ঝাঁপ দিয়ে নিখোঁজের ৪দিন পর বাবু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

বুধবার (৪ মে) দুপুরে বাগবাড়ি এলাকার একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত যুবক বাবু বাগবাড়ি এলাকার মো. শোভা মিয়ার ছেলে। এঘটনায় অভিযোগকারি হাসিনা সহ দুজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় অভিযুক্ত পুলিশের এসআই মো. রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে।

নিহত বাবুর পরিবারের ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, নাসিক ২৩ নং ওয়ার্ড বাগবাড়ি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার বাবু’র বিরুদ্ধে কাউন্সিলর আবুল কাউসার আশার কাছে হাসিনা বেগম নামের এক নারী বিচার দায়ের করেন কাউন্সিলর বিষয়টি সুরহা না করায় ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে গত রোববার রাত ৯টার দিকে বাবুকে ধরতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়।

এসময় বাবু পুলিশ দেখে বাড়ির পাশের পুকুরে ঝাপ দেয় ৷ তার পর থেকে নিখোঁজ বাবু। নিখোঁজের ৪দিন পর দুপুরে ডোবায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় অভিযোগকারি হাসিনা সহ দুইজনকে আটক করে নিয়ে যান।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক রওশন ফেরদৌসকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় নারী সহ দুইজনকে আটক করা হয়েছে।

  • আটক-২
  • এসআই প্রত্যাহার
  • চারদিন পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
  • বন্দরে পুলিশের ধাওয়া ডোবায় ঝাঁপ