বন্দরে নাসিম ওসমানের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিউলের উদ্যোগে দোয়া মাহফিল

লেখক: Shariful Islam
প্রকাশ: ২ years ago

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ – ৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব একেএম নাসিম ওসমান এর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল এর উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ এপ্রিল) বন্দর উপজেলার মুছাপুরে দোয়া- মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় নাসিম ওসমানের পরিবারের সদস্যদের সু-স্বাস্থ্য কামনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল এর উদ্যোগে দোয়া মাহফিল শেষে তবারক বিতরন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল বলেন, নারায়ণগঞ্জের ইতিহাসে তিনি সর্বাধিক ৪ বারের নির্বাচিত জাতীয় সংসদের সদস্য। তিনি আমাদের সকলের অভিভাবক ছিলেন। ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আমাদের প্রিয় নেতার। আজকে তাঁর মৃত্যুর ৮ বছর অতিবাহিত হলেও নারায়ণগঞ্জবাসী তাঁর শূণ্যস্থানে কাউকে বসাতে পারেনি। আপনারা সকলেই তার আত্মার শান্তি কামনার জন্য দোয়া করবেন।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের চারবারের সংসদ সদস্য ও প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং নাসিম ওসমানের সহধর্মিণী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান ও আলহাজ্ব আজমেরী ওসমানে’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আলম প্রধান, শামসুল হক, জুলহাস প্রধান, তারেক রহমান, রবিনসহ শত শত এলাকাবাসী।

  • বন্দরে নাসিম ওসমানের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিউলের উদ্যোগে দোয়া মাহফিল