পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই ভয়াবহ জলতাবদ্ধতা সৃষ্টি হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কলাবাগ এলাকায়। এতে ঘরবন্ধী হয়ে পরে বেশকয়েকটি পরিবার। একাধিকবার স্থানীয় চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ ও মেম্বার ইমনকে বলেও কোন সুফল পায়নি স্থানীয় ও ভুক্তভোগী পরিবার।
রোববার সকালে বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উত্তর কলাবাগ ঘুরে দেখা গেছে, বাড়িতে চলাচলের রাস্তাসহ বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। পানি নিস্কাশনের ব্যাবস্থা না থাকায় পানিবন্ধি হয়ে পড়েছে একাধিক পরিবার।
স্থানীয়রা জানান, পরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বসতবাড়িতে পানি ঢুকে যায়। স্থানীয় মেম্বার ইমন ও তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদকে একাধিকবার বলেছি কিন্তু কোন প্রতিকার পায়নি।
তাঁরা আরও জানান, নির্বাচনের সময় আসলে তাঁরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু নির্বাচনের পরে কোন খবর নিতেও আসে না কেউ। এখানে মানুষ কত কষ্ট করে চলাচল করে তাঁরা দেখেও না দেখার মতই থাকে।
জনপ্রতিনিধির নেই প্রতিক্রিয়া বন্দরে দক্ষিণ কলাবাগে সামান্য বৃষ্টি হলেই ভোগান্তি